/anm-bengali/media/media_files/MopQ0s24WatE7BStCTYp.webp)
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গের কাছে নির্মাণ শ্রমিকদের একটি ক্যাম্পে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে দুই পরিযায়ী শ্রমিক নিহত ও কমপক্ষে দুজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় শ্রীনগর-লেহ জাতীয় সড়কের গাগাঙ্গীরে জেড-মোড় সুড়ঙ্গ নির্মাণের কাজে নিয়োজিত একটি সংস্থার কর্মীদের শিবির লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।
আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রে খবর। হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
Terror incident in Gagangeer, Ganderbal. The area was cordoned off by security forces. Further details shall follow: Kashmir Zone Police pic.twitter.com/EjqOdniazS
— ANI (@ANI) October 20, 2024
টুইটে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, "গগনগীরের গান্ডেরবালের সন্ত্রাসী ঘটনা। এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আরও বিশদ অনুসরণ করা হবে।"
গগনগিরের কাছে তুষারধসপ্রবণ এলাকাকে বাইপাস করে শ্রীনগর ও সোনমার্গের মধ্যবর্তী রাস্তায় জেড-মোড় টানেল তৈরি করা হচ্ছে। শ্রীনগর ও সোনমার্গের মধ্যে সারা বছর ধরে যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে এবং তা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে।
সুড়ঙ্গটি মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলায় পড়েছে, যেখানে জঙ্গিদের উপস্থিতি খুব কম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us