দেশের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সব! দেখুন ভিডিও

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
,mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০-১১ জানুয়ারি রাতে রাশিয়ার মস্কো ওব্লাস্টে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওবুখোভো গ্রামের একটি পলিমার উৎপাদন কেন্দ্রে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ২টোর দিকে ৮ হাজার বর্গমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানাটি সেনাদের হেলমেট, বডি আর্মার এবং বিশেষ জুতা সহ অন্যান্য পণ্য তৈরির জন্য উপকরণ তৈরি করেছিল বলে জানা গেছে।

মন্ত্রণালয় জানায়, মস্কো শহরের একটি একতলা প্রশাসনিক ও শিল্প ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই হাজার বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন নিভিয়ে দেয় দমকল কর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ জানায়নি মন্ত্রণালয়।

hire