New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতাঃ গাজার উত্তরাঞ্চলে দুই ফরাসি শিশু নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। কিভাবে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তাদের মা ও আরেক শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে ।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তারা 'বেঁচে থাকা পরিবারের পরিস্থিতি যাচাই করার মতো অবস্থায় নেই' কারণ তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।
মন্ত্রণালয় মানবিক বিরতির পাশাপাশি 'বিদেশি ও বিশেষ করে ফরাসি নাগরিকদের' অবিলম্বে গাজা থেকে বের হওয়ার অনুমতি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us