/anm-bengali/media/media_files/7KcyTaCGORMzTJ93YLnW.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃউৎসবের আমেজ কাটেনি, তার আগেই বড় ধাক্কা গ্যাসের দামে। ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। এই নিয়ে পরপর টানা ৪ মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে, সেই অনুযায়ী এলপিজি পণ্য়ের দাম নির্ধারণ করে। এবারও ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর কথা ঘোষণা করা হল।
জানা গিয়েছে, সিলিন্ডার পিছু ৬১ টাকা করে দাম বাড়ছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। আজ, ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১ টাকা ৫০ পয়সা। তবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। ৮২৯ টাকাতেই পাওয়া যাবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us