Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রতীক্ষার অবসান। ঘোষিত হয়ে গেল ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, আজ দুপুর ৩টে নাগাদ শুরু হয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। প্রাথমিক সমস্ত তথ্য জানিয়ে তারপর দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
/anm-bengali/media/media_files/UvcS8OweCErLAoVjOljS.jpg)
১৮তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। চলবে ১ জুন পর্যন্ত। এই বার মোট ৭ দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এবারে মোট ৯৭ কোটি ভোটার ভোট দান করবেন। সাড়ে ১০ লক্ষেরও বেশি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us