New Update
/anm-bengali/media/media_files/wxUni8ft02eEV6Y1mO5L.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আলোচনা শুরু হয়েছিল আগেই। আর এবার তাতেই যেন পড়ল সিলমোহর। ডার্বি প্রেমীদের জন্যে দুঃসংবাদ। বহু প্রতীক্ষিত ১০ মার্চের ডার্বি বাতিল। ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল ১০ মার্চ। কিন্তু ওই দিন তৃণমূলের ব্রিগেড সমাবেশ থাকায় ওই দিন কোনও ভাবেই ম্যাচ করানো সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট।
কেননা মোহনবাগান – ইষ্টবেঙ্গল ম্যাচ ঘিরে বাড়তিই উন্মাদনা থাকে চতুর্দিকে। ফলে সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হয়। কিন্তু ব্রিগেড থাকায়, দু’দিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যাবে না। প্রথমে আলোচনায় ৯ মার্চ ডার্বি করানোর সিদ্ধান্ত হলেও তাও সেই নিরাপত্তার কথা ভেবেই বাতিল করা হয়। আর এবার ১০ মার্চও ম্য্যাচ বাতিল করে দেওয়া হল। তাহলে কবে হবে ডার্বি? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us