এক ঘন্টায় বাজিমাত, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললো NDA

গণনা শেষের দিকে এগোচ্ছে আর মার্জিন বাড়ছে এনডিএ-র সাথে ইন্ডিয়া জোটের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: সময় পেরচ্ছে, মুখের হাসি চওড়া হচ্ছে গেরুয়া শিবিরের। যত পোস্টাল ব্যালটের গণনা শেষের দিকে এগোচ্ছে ততোই যেন মার্জিন বাড়ছে এনডিএ-র সাথে ইন্ডিয়া জোটের। এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললো এনডিএ শিবির।

এরাজ্যে তো হাড্ডাহাড্ডি লড়াই চলছেই তৃণমূল-বিজেপির মধ্যে। তবে গোটা দেশের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে NDA-INDIA জোটের লড়াইও বেশ জমে উঠেছে। এই মুহুর্তের পাওয়া শেষ খবর অনুযায়ী, এনডিএ - ২৭২টা আসনে এগিয়ে এবং ইন্ডিয়া জোট - ২২০টা আসনে এগিয়ে। 

BJP Flag

Add 1