/anm-bengali/media/media_files/aNLdxUDpQmQw4xMNQG9f.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্রে চলছে গণপতি বাপ্পার আরাধনা। বলিউড তারকা থেকে রাজনীতিবিদ, এমনকি সাধারণ মানুষরাও মেতে উঠেছেন গণেশ উৎসবে। গণেশ চতুর্থীতে সিক্রেট শেয়ার করলেন অভিনেতা সোনু সুদ! তিনি জানান, প্রতিবছরই নাকি তিনি অনুভব করেন যে গণপতি বাপ্পা তাকে নতুন টার্গেট দেন। তা পূরণও হয়। সোনু আরো বলেন, ''গণপতি বাপ্পা বাড়িতে এলে পরিবার বৃদ্ধি পায়। আমি ভগবান গণেশকে সর্বদা শক্তির জন্য বলি যাতে কেউ যখন আশা নিয়ে আসে তখন আমি যেন তাদের সাহায্য করতে পারি এবং তিনি সবসময় সেই শক্তি বর্ষণ করেন।''
#WATCH | Mumbai: "I feel that every year Lord Ganesh gives a new target which gets fulfilled...The family gets extended when Bappa comes home...I ask Lord Ganesh for strength always that I can help people when they come with hope and he always showers that strength," says Actor… pic.twitter.com/qmZcweybjh
— ANI (@ANI) September 19, 2023