সিক্রেট শেয়ার করলেন সোনু সুদ?

চতুর্থী তিথিতে উদযাপিত হতে গণেশ চতুর্থী। গোটা দেশ জুড়ে চলছে গণপতি বাপ্পার পুজো। মহারাষ্ট্রে সেলিব্রিটিরাও গণপতি বাপ্পার আরাধনার ব্যস্ত। এরই ফাঁকে সিক্রেট শেয়ার করলেন সোনু সুদ।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
adsds

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্রে চলছে গণপতি বাপ্পার আরাধনা। বলিউড তারকা থেকে রাজনীতিবিদ, এমনকি সাধারণ মানুষরাও মেতে উঠেছেন গণেশ উৎসবে। গণেশ চতুর্থীতে সিক্রেট শেয়ার করলেন অভিনেতা সোনু সুদ! তিনি জানান, প্রতিবছরই নাকি তিনি অনুভব করেন যে গণপতি বাপ্পা তাকে নতুন টার্গেট দেন। তা পূরণও হয়। সোনু আরো বলেন, ''গণপতি বাপ্পা বাড়িতে এলে পরিবার বৃদ্ধি পায়। আমি ভগবান গণেশকে সর্বদা শক্তির জন্য বলি যাতে কেউ যখন আশা নিয়ে আসে তখন আমি যেন তাদের সাহায্য করতে পারি এবং তিনি সবসময় সেই শক্তি বর্ষণ করেন।''