সিদ্ধি বিনায়ককে বাড়িতে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

গণেশ চতুর্থীতে গণেশ মূর্তি কিনে বাড়িতে নিয়ে এলেন শিবরাজ সিং চৌহান। এবারে কী চাইলেন গণপতি বাপ্পার থেকে? কী তার প্রার্থনা? রইলো ভিডিও।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
Asxza

নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থী উপলক্ষে বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সপরিবারে সিদ্ধিদাতাকে স্বাগত জানালেন বাড়িতে। তার বার্তা,"আজ গণেশ জি এলেন। তার আশীর্বাদ সবার উপর বর্ষিত হবে। তিনি যেন সকলের জীবন থেকে সমস্ত ব্যথা দূর করে সুখ ও শান্তি বর্ষণ করেন। আমাদের দেশ ও রাষ্ট্র যেন ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে যায়, এটাই তার কাছে আমার প্রার্থনা।"