চারিদিকে টাকা-পয়সা! মাঝখানে গণপতি! দেখুন

মণ্ডপ জুড়ে চক চক করছে পয়সা! সিদ্ধিদাতা বসে রয়েছেন টাকা পয়সার মঝে! অভিনব থিম এবার বেঙ্গালুরুতে। আগামীকাল গণেশ চতুর্থী। তার আগে চমকপ্রদ থিম দেখতে মানুষের ঢল মণ্ডপে। দেখুন।

author-image
Pallabi Sanyal
18 Sep 2023
sacdsfd

নিজস্ব সংবাদদাতা : সিদ্ধি লাভের আশায় গণেশের আরাধনা করেন তার ভক্তরা। গণেশ হলেন সিদ্ধিদাতা। তার পুজোয় এবার থিমের চমক বেঙ্গালুরুর এক মণ্ডপে। না দেখলেই মিস। যেদিকেই চোখ যাচ্ছে সেই দিকেই টাকা আর পয়সা। এমনকি দেওয়ালে সাটানো ভারতের মানচিত্রের কাট আউট, অশোক চক্রের সজ্জাতেও ব্যবহৃত হয়েছে ১০ টাকার কয়েন। ফুল হিসেবে ব্যবহৃত হয়েছে টাকা। রয়েছে চন্দ্রযানও। এবছর চাঁদ জয়ের পর চন্দ্রযান যেন হিট থিম হয়ে উঠেছে পুজো উদ্যোক্তাদের কাছে।  জেপি নগরের পুত্তেনাহাল্লিতে গণেশ পুজোর মণ্ডপের সজ্জায় চক চক করছে কয়েন। সজ্জার মধ্যে রয়েছে ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা,৫০ টাকা সমেত ১০-২০-র কয়েন।