/anm-bengali/media/media_files/kG9NPL0BtEKx2drtdxdl.jpg)
নিজস্ব সংবাদদাতা : সিদ্ধি লাভের আশায় গণেশের আরাধনা করেন তার ভক্তরা। গণেশ হলেন সিদ্ধিদাতা। তার পুজোয় এবার থিমের চমক বেঙ্গালুরুর এক মণ্ডপে। না দেখলেই মিস। যেদিকেই চোখ যাচ্ছে সেই দিকেই টাকা আর পয়সা। এমনকি দেওয়ালে সাটানো ভারতের মানচিত্রের কাট আউট, অশোক চক্রের সজ্জাতেও ব্যবহৃত হয়েছে ১০ টাকার কয়েন। ফুল হিসেবে ব্যবহৃত হয়েছে টাকা। রয়েছে চন্দ্রযানও। এবছর চাঁদ জয়ের পর চন্দ্রযান যেন হিট থিম হয়ে উঠেছে পুজো উদ্যোক্তাদের কাছে। জেপি নগরের পুত্তেনাহাল্লিতে গণেশ পুজোর মণ্ডপের সজ্জায় চক চক করছে কয়েন। সজ্জার মধ্যে রয়েছে ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা,৫০ টাকা সমেত ১০-২০-র কয়েন।
#WATCH | Bengaluru: Sri Sathya Ganapathi Temple in Puttenahalli, JP Nagar has adorned its premises with Indian currency notes and coins. The decorations include Rs 500, Rs 200, Rs 100, Rs 50, Rs 20 and Rs 10 notes along with coins. pic.twitter.com/7LE65GRxAY
— ANI (@ANI) September 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us