১০১ টি গণেশ! খড়গপুরে বড় চমক! দেখুন

মহরাষ্ট্রের পাশাপাশি এ রাজ্যও গণেশ বন্দনায় পিছিয়ে নেই। জেলায় জেলায় চলছে গণেশ চতুর্থীর পুজো। থিম নজরকাড়া। খড়গপুরে একসঙ্গে পুজো পাচ্ছেন ১০১ জন গণপতি! দেখুন।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
xsads



দিগ্বিজয় মাহালী, খড়গপুর : এবার গণেশ পুজোতে ১০১ টি গণেশ মূর্তির পুজো করে তাক লাগালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের নিমপুরার নিউ স্টার ক্লাব। জানা গিয়েছে এই বছর ৪৩ তম বর্ষে পদার্পণ করল এই গণেশ পুজো। সারা রাজ্যে এইরকম নজির না ঘটলেও এই বছর খড়গপুর শহরে নিউ স্টার বয়েজ ক্লাবের এই বছর গণেশ পুজো যথেষ্ট তাক লাগিয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে। এই বছর  বাজেট ধরা হয়েছে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা। পুজোর পাশাপাশি পুজোর কয়েকটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান সমাজসেবক মূলক কর্মসূচি। তবে ৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেওয়ার কথা ভেবেছিল ক্লাব সংগঠন,কিন্তু ধীরে ধীরে সদস্য সংখ্যা কমতে থাকায় এই বছরই এইরকম চিন্তাধারা নিয়ে এসেছে ক্লাব সংগঠনের সদস্যরা,তবে যাই হোক এই বছর নিউ স্টার বয়েজ ক্লাবের গণেশ পুজোয় ভিড় যে হবেই তা বলা বাহুল্য।