/anm-bengali/media/media_files/e1RgoYnK8twMYkNjCvsO.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অমিতাভ বচ্চন, দিলীপ কুমারের পর্দার মা সুলোচনা লাটকর। রবিবার মুম্বইয়ে দাদারের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন তিনি। আগামীকাল অর্থাৎ সোমবার শিবাজি পার্ক অঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে এই কিংবদন্তী অভিনেত্রীর। প্রায় ২৫০টিরও বেশি হিন্দি ছবি ও বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। ১৯৪০ আআলে মরাঠি ছবির মধ্যে দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি।
तीनशेहून अधिक मराठी-हिंदी चित्रपटातून आपल्या अभिनयाने सिनेसृष्टी संपन्न करणाऱ्या ज्येष्ठ अभिनेत्री, पद्मश्री आणि महाराष्ट्र भूषण सुलोचनादीदी यांच्या निधनाने एका सदाबहार व्यक्तिमत्वाला आज महाराष्ट्र मुकला आहे.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) June 4, 2023
मी त्यांना भावपूर्ण श्रद्धांजली अर्पण करतो.
स्वातंत्र्यपूर्व आणि… pic.twitter.com/1PGA6UHLaY
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রবীণ অভিনেত্রী সুলোচনা দিদিকে শ্রদ্ধা জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "বর্ষীয়ান অভিনেত্রী পদ্মশ্রী এবং মহারাষ্ট্রের ভূষণ সুলোচনাদীর প্রয়াণে মহারাষ্ট্র শোকাহত, যিনি ৩০০ টিরও বেশি মারাঠি-হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। আমি তার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি।"
ज्येष्ठ अभिनेत्री सुलोचना दीदी यांच्या निधनाचे वृत्त अतिशय दुःखदायक आहे. सुमारे सहा दशके सुलोचना दीदींनी आपल्या अभिनय कौशल्याने रसिकांच्या मनावर अधिराज्य गाजवले. रुपेरी पडद्यावर त्यांनी साकारलेल्या सात्त्विक, सोज्वळ अशा वात्सल्यमूर्ती आईच्या भूमिका कोट्यवधी रसिकांच्या मनात घर… pic.twitter.com/NynZCAMJrB
— Sharad Pawar (@PawarSpeaks) June 4, 2023
এনসিপি সভাপতি শরদ পাওয়ার প্রবীণ অভিনেত্রী সুলোচনা লাটকরকে শ্রদ্ধা জানিয়েছেন। শরদ পাওয়ার বলেন, 'প্রবীণ অভিনেত্রী সুলোচনা দিদির প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। প্রায় ছয় দশক ধরে সুলোচনা দিদি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আধিপত্য বিস্তার করেছিলেন। রুপালি পর্দায় তাঁর অভিনীত সাত্বিক, সুমধুর মায়ের চরিত্রটি কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us