বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী

বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অমিতাভ বচ্চন, দিলীপ কুমারের পর্দার মা সুলোচনা লাটকর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ভনভফভচ

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অমিতাভ বচ্চন, দিলীপ কুমারের পর্দার মা সুলোচনা লাটকর। রবিবার মুম্বইয়ে দাদারের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন তিনি। আগামীকাল অর্থাৎ সোমবার শিবাজি পার্ক অঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে এই কিংবদন্তী অভিনেত্রীর। প্রায় ২৫০টিরও বেশি হিন্দি ছবি ও বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। ১৯৪০ আআলে মরাঠি ছবির মধ্যে দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। 

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রবীণ অভিনেত্রী সুলোচনা দিদিকে শ্রদ্ধা জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "বর্ষীয়ান অভিনেত্রী পদ্মশ্রী এবং মহারাষ্ট্রের ভূষণ সুলোচনাদীর প্রয়াণে মহারাষ্ট্র শোকাহত, যিনি ৩০০ টিরও বেশি মারাঠি-হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। আমি তার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি।"

এনসিপি সভাপতি শরদ পাওয়ার প্রবীণ অভিনেত্রী সুলোচনা লাটকরকে শ্রদ্ধা জানিয়েছেন। শরদ পাওয়ার বলেন, 'প্রবীণ অভিনেত্রী সুলোচনা দিদির প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। প্রায় ছয় দশক ধরে সুলোচনা দিদি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আধিপত্য বিস্তার করেছিলেন। রুপালি পর্দায় তাঁর অভিনীত সাত্বিক, সুমধুর মায়ের চরিত্রটি কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছে।'