New Update
/anm-bengali/media/media_files/BuK29G21EhthWmgV0d27.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকোন। সোশ্যাল মিডিয়ার চর্চায় রয়েছেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। বেশ কয়েকদিন ধরেই তাদেরকে নিয়ে গসিপ চলছে। তবে এই গসিপের মধ্যেই হঠাৎ দেখা গিয়েছে উধাও দীপিকার বেবি বাম্প। এক ভিডিওতে দেখা গিয়েছে দীপিকার এই রূপ। এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
/anm-bengali/media/post_attachments/0356a11cdd809a7777b4ca4c760940ce1503cce3f8d741bc058f851e53893422.jpg)
এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই এক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্ট করেছেন যে, " মোটা হলেও সমস্যা, রোগা হলেও সমস্যা, বেবির নাম দেখা না দিলেও সমস্যা। এত প্রশ্ন কেন? ''
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/05/Deepika-Padukone-becomes-only-Indian-actor-recognised-as-a-global-disruptor-in-entertainment-by-Deadline.jpg)
এ সকল প্রশ্নের উত্তর দিয়েছেন এক ডাক্তার। তিনি বলেছেন, " আমি একজন ডাক্তার। কিছু সময় হরমোনের ভারসাম্য নষ্ট হলে মায়েদের ওজন বাড়ে না। এক্ষেত্রে জন্ম দেওয়ার সময় সমস্যা দেখা দিতে পারে। তাই দয়া করে ওর জন্য প্রার্থনা করুন, ট্রোল নয়। "
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us