New Update
/anm-bengali/media/media_files/Ensk2KjUKXn20S83yEfv.png)
‘টুথপরী’
নিজস্ব সংবাদদাতা: ভ্যাম্পায়ার (Vampire) নিয়ে কাজ হয়েছে তবে সেটা বাংলায় নয়। এবার ভূতপ্রেমীদের মনের আশা পূরণ করতে আসছে ‘টুথপরী’ (ToothPari)। মুখ্য চরিত্রে দেখা যাবে শান্তনু মাহেশ্বরী, রেবতী, তানিয়া মানিকতলাকে। ‘টুথপরী: হোয়েন লভ বাইট’ ওয়েব সিরিজটি (Web Series) মুক্তি পাবে ২০ এপ্রিল। শাশ্বত চট্টোপাধ্যায়ের দেখাও পাবেন। ভ্যাম্পায়ার আর মানুষের প্রেম নিয়ে গল্প (Love Story)। ভ্যাম্পায়ার রুমি শিকার করতে গিয়ে নিজের শ্বদন্ত ভেঙে চলে যায় ‘ডা. রায়’- এর ক্লিনিকে। প্রথম দেখাতেই হয়ে যায় প্রেম। কলকাতার চেনাশোনা রাস্তায় এবার হবে ভ্যাম্পায়ার আর মানুষের প্রেম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us