New Update
/anm-bengali/media/media_files/qFY3jzzp8JR70CJ7mBck.webp)
নিজস্ব সংবাদদাতা: একের পর এক বিক্ষিপ্ত ঘটনা ঘটছে শহরে। আর জি কর কাণ্ডের মধ্যেই আরও এক ঘটনা। এবার হেনস্থার শিকার আরো এক অভিনেত্রী। তিনি মিশমি দাস।
/anm-bengali/media/post_attachments/student-stories.s3.ap-southeast-1.amazonaws.com/student-stories/wp-content/uploads/2017/07/10205336/origin_db3a700c6364a19215c0c385e3b111a2.jpg?resize=600%2C396&ssl=1)
কয়েক দিন আগে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে দক্ষিণ কলকাতার রাস্তায় হেনস্থা করার অভিযোগ উঠে এসেছিল। আর রবিবার রাতে নিজের বাড়ির সামনেই হেনস্থার শিকার এই শিকার মিশমি। অভিনেত্রীর মা এবং এক আত্মীয়কেও আক্রমণ করার চেষ্টা হয়।
/anm-bengali/media/post_attachments/05985de5f3e10d6b56e185f73a74f9fdff5b8a57c0007584d31940c5df130e86.jpg)
মিশমি একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় হলুদ টপ পরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন গাড়ির সামনে। সেখানে নায়িকা লেখেন যে তিনি এক অনুষ্ঠানের জন্য তৈরী হচ্ছিলেন। তার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন। বাড়ির ঠিক সামনে একটি গাড়ি দেখে নায়িকার মা তাদের বলেন গাড়িটি সরাতে। তাতেই গালিগালাজ ও হুমকি। নায়িকার নাম খারাপ করারও হুমকিও আসে ওই মহিলার থেকে।
/anm-bengali/media/post_attachments/6e25926d64f63b174a5b81a8ff78273762440aea53081ee5c44e95fa9233d5fd.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us