গণেশ পুজোয় মেতে উঠেছেন বলিউড এই তারকা

গণেশের স্থাপনার শুভ সময়- দৃক পঞ্জিকা মতে গণেশের ঘটস্থাপনার শুভ সময় ১১.০১ মিনিট থেকে ১.৪৩ মিনিট পর্যন্ত। উৎসব উপযাপনের শুভ সময় ১৮ সেপ্টেম্বর ২.০৯ মিনিট থেকে ১৯ সেপ্টেম্বর ৩.১৩ মিনিট পর্যন্ত।

author-image
Adrita
19 Sep 2023
্ক

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউদের তারকারা সকলেই মেতে উঠেছেন গণেশ বন্দনায়। মুম্বাই শহরের ঘরে ঘরে আজ মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে গণেশ চতুর্থী।

আর

বলিউড তারকাদের মধ্যে এক পরিচিত মুখ হল কার্তিক আরিয়ান। তিনি গণেশ চতুর্থী উপলক্ষে ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার মুম্বাইয়ের বিখ্যাত লালবাউগচা রাজার মন্দিরে গিয়েছিলেন। তার পরনে ছিল লাল কুর্তা এবং সাদা প্যান্ট। তিনি গণেশ চতুর্থী উপলক্ষে মন্দিরে পুজাও দেন। 

া