/anm-bengali/media/media_files/nacqPVoyPVycAcTc2ZHo.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহেই মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত এবং দক্ষিণী চিত্র পরিচালক অ্যাটলি দ্বারা নির্মিত ছবি ''জওয়ান''। ছবিটি মুক্তির আগে থেকেই এর 'ক্রেজ' ছিল চরমে। এই সিনেমাটি দেখেছেন স্বয়ং করণ জোহারও। তার 'রিভিউ' বাদশাকে মুগ্ধ করেছে। করণের কথায়, 'প্রতি ফ্রেমের সিনেমাটিক সৌন্দর্যে ছিটকে' গিয়েছেন তিনি। শাহরুখ তো বটেই দীপিকা, নয়নতারা, বিজয় সেতুপতির অকুণ্ঠ প্রশংসা করেন তিনি।
জওয়ান দেখে আসার পর ইনস্টাগ্রামে জওয়ানের একটি পোস্টার শেয়ার করে করণ লেখেন, 'OMFG! আমি এই পার্টিতে যুক্ত হতে দেরি করে ফেললাম। কিন্তু এটা কী! অ্যাটলি তো প্রতিটা বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছে। অতিরিক্ত অ্যাড্রেনালিন নিঃশরণ হওয়ার মতো ছবি এটা, সঙ্গে আবার ইমোশনাল টাচ আছে। এই ছবির প্রতিটা ফ্রেমের সৌন্দর্য দেখে জাস্ট ছিটকে গেছি। প্রত্যেকে কী ভালো!'
তিনি সমস্ত অভিনেতাদের প্রশংসা করে লেখেন, 'সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ভীষণ ভীষণ ভালো। সুন্দরী নয়নতারা, বিজয় সেতুপতি তো দুর্দান্ত! দীপিকা পাড়ুকোনকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। ওর অংশটা এটি সুন্দর ফুটিয়ে তুলেছে, দারুণ। আর ভাই শাহরুখকে নিয়ে কীই বা আর বলি! ও প্রকৃতির অপরিবর্তনীয় ক্ষমতাই নয় কেবল, নিজের মতো করে মেগা স্টারডম যেভাবে প্রকাশ করা যায় ও তাই। ওই সম্রাট, আর ওর কাছে আমরা মাথা নত করছি। আপনি যদি এখনও জওয়ান না দেখে থাকেন তাহলে আপনি মিস করছেন। অনেক শুভেচ্ছা রইল।'
বন্ধুর এই শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তিনিও টুইটারে তাঁর এই পোস্টের উত্তর দেন। শাহরুখ তাঁর টুইটে লেখেন, 'করণ তোমার ছবিটা, ট্রেলারটা ভালো লেগেছে শুনে ভীষন খুশী হলাম। অ্যাটলি এবং তার গোটা টিম নিজেদের সবটুকু দিয়েছে যাতে এই ছবির সঙ্গে দর্শক নিজেদের সঙ্গে মেলাতে পারে এবং পছন্দ করে। দর্শকরাই রাজা।'
Karan, thrilled u liked the film. & of course the trailer….all the ‘century’ things u said. Ha ha. @Atlee_dir & his full team have genuinely catered to what the audience feels & thinks. Made them abandon everything & come & fall in love with themselves. Audience is the Emperor! pic.twitter.com/DSVAd08z3v
— Shah Rukh Khan (@iamsrk) September 14, 2023
প্রসঙ্গত মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করে চলেছে জওয়ান। ইতিমধ্যেই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৩৫০ কোটির বেশি আয় করে ফেলেছে। বিশ্বজুড়ে সেটা ৬০০ কোটি ছাড়িয়েছে। একটার পর একটা রেকর্ড ভেঙেছে এই ছবি। এখানে শাহরুখের দ্বৈত চরিত্র দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছেন নয়নতারা। খলনায়ক হিসেবে আছেন বিজয় সেতুপতি। '' পাঠান'' এর পরে দীপিকার সাথে শাহরুখের এই জুটি আবারও দর্শকমহলে সারা ফেলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us