New Update
/anm-bengali/media/media_files/jel2EVDF7bsDidxeiu9B.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ‘ইচ্ছে নদী’ কিংবা ‘ফাগুন বউ’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র এখনও দর্শকের মুখে মুখে ফেরে। কিন্তু সেই বিক্রম চট্টোপাধ্যায় ছোট পর্দা থেকে প্রায় ৪ বছর দূরে রয়েছেন। পরিবর্তে তাঁকে বাংলা ছবিতে বেশি দেখা যাচ্ছে। এবিষয়ে বিক্রম বললেন, ‘‘টেলিভিশন আমাকে অকল্পনীয় ভালবাসা দিয়েছে। পারিশ্রমিকও যথেষ্ট ভাল। তুলনায় বছরে তিনটে বাংলা সিনেমা করলেও জীবনযাপনের খরচ বহন করা একটু কঠিন। কিন্তু জানি প্যাশন থেকে কোনও কাজ করতে হলে নিজের ২০০ শতাংশ নিংড়ে দিতে হবে।’’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us