New Update
/anm-bengali/media/media_files/kb0uECRFs3HbI5NczLkO.png)
ঐশ্বর্য ভাস্করন
নিজস্ব সংবাদদাতা: তামিল অভিনেত্রী (Tamil Actress) ঐশ্বর্য ভাস্করন (Aishwarya Bhaskaran) যৌন হয়রানির (Sexual Harassment) শিকার হয়েছেন। অভিনেত্রী জানান যে তিনি তাঁর সাবানের ব্যবসার (Soap Business) জন্য নিজের মোবাইল নম্বর সোশ্যাল মিডিয়ায় (Social Media) দিয়েছিলেন। এরপর থেকেই নানা নম্বর থেকে অশ্লীল ম্যাসেজ আসতে থাকে। একজন ব্যক্তি তার গোপনাঙ্গের (Private Part) একটি ছবিও পাঠায়। এই কারণে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এসব ম্যাসেজ আসা বন্ধ না হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us