/anm-bengali/media/media_files/Q9x5vgcRhH4ilMSM3uuc.png)
সুশান্ত সিং রাজপুত-রিয়া চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতাঃ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর কেটে গেলো প্রায় তিন বছর। সিবিআই (CBI) এই মৃত্যু মামলা নিয়ে কোনও সুরাহা করতে পারেনি। এর মাঝেই বহুদিন পর নতুন কাজে ফেরার ঘোষণা করলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। রিয়ার রোডিজ ১৯-এর প্রোমো (Roadies 19) সামনে আসার ঘন্টাখানেকের মধ্যেই টুইটারে বিস্ফোরক পোস্ট শেয়ার করলেন সুশান্তের সেজো দিদি প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)। প্রিয়াঙ্কা এদিন টুইট করেন, ‘তুমি কেন ভয় পাবে? তুমি বেশ্য়া ছিলে, আছো আর থাকবে। প্রশ্নটা হল যে তোমার গ্রাহক কারা? একমাত্র শাসকস্থানীয় কেউ এই সাহস জোগাতে পারে’। যদিও তাতে কারুর নাম নিয়ে লেখেননি তিনি কিন্তু এই ইঙ্গিত কাকে করেছেন সেটা স্পষ্ট। কারণ রোডিজের প্রোমোতে রিয়া বলেছেন, ‘কী ভেবেছিলেন আমি আর ফিরব না, ভয় পেয়ে যাব? ভয় পাওয়ার সময় এবার অন্য কারুর…’।
तुम क्यूँ डरोगी? तुम तो व्यश्या थी, हो, और रहोगी!
— Priyanka Singh (@withoutthemind) April 10, 2023
प्रशन् ये है कि तुम्हारे उपभोगता कौन है?
कोई सत्ताधारी ही ये हिम्मत दे सकता है।
WhoResponsible 4Delay InSSRCs is obvious
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us