New Update
/anm-bengali/media/media_files/yTXkLqez7bnxGpF8i5RK.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা :কার্তিক আরিয়ান অভিনীত চাঁদু চ্যাম্পিয়ন-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর? বি টাউনে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতেই ঘোষণা হয়েছে চাঁদু চ্যাম্পিয়ন-এর।
কবির খান, সাজিদ নাদিয়াদওয়ালা প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কার্তিকের সঙ্গে। সেই ছবিতে এবার শ্রদ্ধাকে ভাবা হচ্ছে।সাজিদ নাদিয়াদওয়ালা এবং কবির খান একজন নেতৃস্থানীয় মহিলার সন্ধান করছেন। সেখানে শ্রদ্ধাকে ভাবা হচ্ছে।অভিনেত্রীও নতুন প্রোজেক্টে খুশি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us