দীপিকার সাথে শাহরুখের কেমিস্ট্রি! কি বললেন স্বামী রণবীর ?

বলিউডের ফেমাস জুটিদের মধ্যে অন্যতম হল শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন। আজ অবধি তারা যে কটি সিনেমা করেছেন একসাথে সবকটি সিনেমাই সুপারডুপার হিট হয়েছে।

author-image
Adrita
16 Sep 2023
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শাহরুখ খান (Shahrukh Khan) এবং দীপিকা পাডুকোনের (Deepika Padukone) জুটি ২০০৭ সালের ''ওম শান্তি ওম'' সিনেমা থেকে দর্শক মহলে সারা ফেলেছে। তাদের দুজনের মধ্যে বন্ধুত্বও খুব গভীর। চলতি বছরের জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল তাদের অভিনীত ছবি ''পাঠান''। এই সিনেমাটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এরপরে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাদের ''জওয়ান''। এটিও কয়েকদিনের মধ্যেই কয়েক কোটির ব্যবসা করেছে। সুতরাং, তাদের জুটি সুপারহিট। সম্প্রতি তাদের দুজনকে ফের একবার একসাথে দেখা গিয়েছে। দীপিকা নিজের ইন্সটাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দীপিকাকে শাহরুখের গালে আলতো চুম্বন দিতে দেখা গিয়েছে। নেট মাধ্যমে ভাইরালও হয়েছে সেই ছবি। 

স

এবার তাদের এই ছবি সম্পর্কে দীপিকার স্বামী কি মন্তব্য করেছেন জানেন? রণবীর ''জওয়ান'' সিনেমার ' চালেয়া' গানটির লাইন তুলে পোস্টে কমেন্ট করেছেন। "ইশক মে দিল বানা হ্যায় ইশক মে দিল ফান্না হ্যায় হু 000000oooooo 🥰,"