/anm-bengali/media/media_files/I4zNWWJcCV7hsh6P3Mpt.webp)
নিজস্ব সংবাদদাতাঃ পর্দায় ফিরছেন কিং খান! ২০২৩ সালে পর পর তিনটি অনবদ্য সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। চার বছর পর পাঠান, জওয়ান, ডাঙ্কির মতো সিনেমা মন কেড়েছে ভক্তদের। কিন্তু আশা যে আরও বেড়েই চলেছে। কোন ছবিতে থাকছেন শাহরুখ খান তার খোঁজ করছেন সক্কলে। এখনও পর্যন্ত শাহরুখ খান তাঁর আগামী প্রজেক্ট নিয়ে কিছু ঘোষণা করেননি। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে একাধিক কথা।
শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা যশের আগামী গ্যাংস্টার থ্রিলার ছবি টক্সিক এর জন্য শাহরুখের কাছে গিয়েছিলেন ছবির নির্মাতারা। তাঁকে একটি ক্যামিও চরিত্রের জন্য অফার দেওয়া হয়েছে।
যেকোনো সিনেমায় শাহরুখ খান-এর এন্ট্রি মানেই সেই সিনেমা হিট। তাই বলিউড বাদশাকে দিয়ে কাজ করতে চাইছেন প্রত্যেকেই। কিং খানও তার অভিনয়ের জাদুতে বারংবার মুগ্ধ করেছে দর্শককে। যশের এই ছবিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে রাখার চিন্তাভাবনা চলছে শাহরুখকে। এবার শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক কিং খানের তরফ থেকে কি উত্তর আসে ।
/anm-bengali/media/post_attachments/f4700105d133224b89262b7646810e3a65ec167361bea6726c72366d6b933420.jpeg)
/anm-bengali/media/post_attachments/eac9367eb5bea1c1bae0f4b5fa8e84b31baa78f0a0b38c63d1b4745f5e5fadf9.jpeg)
/anm-bengali/media/post_attachments/9a0b45d19f0d0f97bb050107348c21ef0684a10619ed6c544b67e27f315043b2.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us