ছত্তিশগড়ে আটক সইফ আলি খানের হামলাকারী

বলি অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঢুকে তাঁকে ছুরিকাঘাত ঘটনায় চাঞ্চল্যকর মোড়।  সাড়া ফেলে দেওয়া এই ঘটনায় এবার গ্রেফতার সইফের হামলাকারী।

author-image
Jaita Chowdhury
New Update
hjgjkgbjk

নিজস্ব সংবাদদাতা: বলি অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঢুকে তাঁকে ছুরিকাঘাত ঘটনায় চাঞ্চল্যকর মোড়।  সাড়া ফেলে দেওয়া এই ঘটনায় এবার গ্রেফতার সইফের হামলাকারী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মুম্বই-হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক হলেন এক সন্দেহভাজন। সূত্রের খবর, মুম্বই পুলিশ রাজেন্দ্র গ্রেফতার করেছে কোদোপ্পে নামক ব্যক্তিকে। ছত্তিশগড়ের দুর্গ জেলায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থামতেই সেই ব্যক্তিকে পাকড়াও করে RPF। জানা যায়, ট্রেনের এক যাত্রী নাকি আটক হওয়া ব্যক্তির সঙ্গে মিল পান আততায়ীয়ের মুখের। সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। তারপরই ওই ব্যক্তিকে জিজ্ঞাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ও পরে তাঁকে আটক করা হয়।