New Update
/anm-bengali/media/media_files/nDg7wPX8Rztkqu0JobQz.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রণিত রায়ের পোস্টে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত মিলেছে। রণিত লিখেছেন, ‘ ভাই...ব্রো, এই শব্দগুলো সম্পূর্ণ অর্থ হারিয়ে ফেলেছে। যখন কেউ আমাকে ফোন করে, আমি তাঁর কথাগুলিকে গুরুত্ব সহকারে নিই। তবে তারপরে তাঁরা আমার সঙ্গে এমন কিছু করেন, যা আমি আমার শত্রুর সঙ্গেও করব না। কষ্ট লাগে। কিন্তু ঠিক আছে, এটা ওঁদের ভুল, আমার নয়।’
পোস্টের ক্যাপশানে রণিত আরও লিখেছেন, ‘টাকা, স্ট্যাটাস, হারানো সমস্ত উপকরণ ফিরে পাওয়া যাবে। তবে সময়, ভালোবাসা, সম্মান, সম্পর্ক একবার নষ্ট হলে তা কখনও ঠিক হয়না। কখনো হতে পারে না। অন্তত আগের মতো তা কখনওই হয় না।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us