রকি আর রানি! পরিচয় না হলে এখনই করে নিন

সাত বছরের প্রতীক্ষার অবসান। আবারও বিগ স্ত্রিনে পরিচালক হিসেবে ভেসে উঠতে চলেছে করণ জোহারের নাম।

author-image
Pallabi Sanyal
25 May 2023 | আপডেট করা হয়েছে 26 May 2023
রকি আর রানি! পরিচয় না হলে এখনই করে নিন

নিজস্ব সংবাদদাতা : যারা করণ জোহার পরিচালিত সিনেমার ফ্যান তাদের জন্য সুখবর। সাত বছরের প্রতীক্ষার অবসান। আবারও বিগ স্ত্রিনে পরিচালক হিসেবে ভেসে উঠতে চলেছে করণ জোহারের নাম। সেই দিন আর বেশি দেরি নয়।  'রকি অউর রানি কি প্রেম কাহানির' ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে।  রকির ভূমিকায় দেখা যাবে  রণবীর সিংকে এবং আলিয়া ভাট হচ্ছেন রানি।  তাদের রোম্যান্স, প্রেম-কাহিনী নিয়েই এগিয়েছে চিত্রনাট্য। একদিকে যেমন, পরিচালকের কামব্যাক হচ্ছে, অন্যদিকে তেমন,  গালি বয়ের পর বড় পর্দায় ফ্রেম বন্দি হচ্ছেন  রণবীর-আলিয়াও।  ২৫ মে ৫১ বছরে পা দিলেন অভিনেতা করণ জোহার। তার আগে ২৪ মে রাতে উদযাপিত হয় পরিচালক হিসেবে বলিউড ফিল্ম ইন্ড্রাস্টিতে ২৫ বছর ধরে রাজ করার সেলিব্রেশন। আর তখনই রিটার্ন গিফ্ট হিসেবে ঘোষণা করেন নতুন ছবির কথা। রকি আর রানির বেশে কেমন লাগছে রণবীর-আলিয়াকে? দেখে নিন নিজেই।