Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Cr5DtvjpBvRoI4G0FRiO.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ধর্মের কারণে কটু কথা শুনতে হয় বহু তারকাকে। আর সেই তালিকায় টলি ইন্ডাস্ট্রি থেকে একেবারে উপরে রয়েছেন নুসরত জাহান। অভিনেত্রী এবং তৃণমূল সাংসদকে সবসময়ই পড়তে হয় ইসলাম ধর্মাবলম্বীদের রোষানলে। কিন্তু এবার বাদ পড়লেন না তাঁর বাবাও। অভিনেত্রীর বাবাকে প্রকাশ্যে খারাপ কথার পাশাপাশি উঠল নুসরতের বংশপরিচয় নিয়ে প্রশ্নও।
নুসরত, বাবার সঙ্গে ছবি পোস্ট করেই লিখেছিলেন যে দুই মেয়েকে সাপোর্ট এবং ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। সারাজীবন তাঁরা বাবার মেয়ে হয়েই থাকবেন। বাবার থেকেই তাঁরা শক্তি, সমৃদ্ধি এবং উচ্চতা পেয়েছেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চরম কটাক্ষ। কেউ নুসরতকে বললেন একজন মুসলিমের ঘরে কুসন্তান। আবার কারুর কথায়, বাবার শাসনের অভাবেই মেয়ে এমন তৈরি হয়েছেন। তবে সব কটাক্ষের জবাব দেন না নায়িকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us