New Update
/anm-bengali/media/media_files/j2xqSjQF3AOtJfLblGiI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আদিপুরুষ সিনেমাটিকে কেন্দ্র করে বিনোদন জগতের পাশাপাশি রাজনৈতিক মহলও উত্তপ্ত হয়ে উঠেছে। একইসঙ্গে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। সম্প্রতি আবার সিনেমার চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লা দাবি করেছেন যে এই সিনেমাটির মূল ভাবনা অনুপ্রাণিত রামায়ণ থেকে কিন্তু এটি প্রকৃত অর্থে রামায়ণ নয়। তাঁর এই মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। এবার সিনেমাটিকে কেন্দ্র করে আজ লখনউতে প্রকাশ্যে বিক্ষোভ প্রদর্শন করেন একদল মানুষ। পরে হজরতগঞ্জ থানার পুলিশ তাঁদের আটক করে।
#WATCH | Uttar Pradesh | A group of people protested in Lucknow today, expressing their displeasure over the film #Adipurush. They were later detained by Hazratganj Police. pic.twitter.com/5zIM5wScI9
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us