New Update
/anm-bengali/media/media_files/DOOhg4JPG455qY3CvjWq.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ চার বছর পর পর্দায় ফিরে ম্যাজিক করে কিং খান। শাহরুখ খান অভিনীত পাঠান রীতিমত বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলে। বিশ্বজুড়ে প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। শুধু তাই নয় বিশেষ ঝলক হিসেবে একটি বিশেষ দেখা দেন ভাইজানও। 'টাইগার'রূপী সলমন আর পাঠানের ক্রসওভার দেখা গিয়েছিল এখানে।এবার কানাঘুষোয় শোনা যাচ্ছে আসন্ন টাইগার ৩ -তে নাকি আবারও পাঠান এবং টাইগার ক্রসওভার দেখা যাবে। কিন্তু তার আগে আপাতত পাঠান ছবির থিম সং প্রকাশ্যে আনা হল। দেখুন সেই থিম সং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us