Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/03/11/3LahdQk1MzMxi41JFRKx.jpeg)
নিজস্ব প্রতিনিধি: প্রেমের গল্প নিয়ে আসছে অর্পণ বসাক পরিচালিত ওয়েব সিরিজ "পাশে আছি"।
এক বিখ্যাত ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অদিতি ঘোষ।
নায়কের ভূমিকায় দেখা যাবে দেব মুখার্জি এবং প্রিন্সকে। থাকছেন জি বাংলার "নিম ফুলের মধু" সিরিয়ালের সেই কুচুটে "জেঠু" সুব্রত গুহ রায় এবং "ফুলকি" সিরিয়াল খ্যাত দেবমাল্য।
অভিনেত্রী জানিয়েছেন যে ওয়েব সিরিজের গল্প একেবারে নতুন ধরনের। এই ওয়েব সিরিজের মাধ্যমেই ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন অদিতি। এর আগে খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সাইড রোলেও কাজ করেছেন তিনি। এবার একদম নতুন রূপে ধরা দেবেন তিনি।