New Update
/anm-bengali/media/media_files/C9eB4CrCCrwCjBguolb3.webp)
নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ‘শার্ক ট্যাঙ্ক’-এর আদলে বাংলায় তৈরি হচ্ছে রিয়ালিটি শো। আর তাতেই সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে। তবে সূত্রের খবর, ‘শার্ক ট্যাঙ্ক’-এর সঙ্গে বাংলার এই রিয়ালিটি শোয়ের একটা জায়গায় পার্থক্য থাকছে। কী সেই পার্থক্য? নতুন এই শোয়ে শুধু মহিলা ব্যবসায়ীরাই অংশগ্রহণ করার সুযোগ পাবেন। যাঁকে বেছে নেবেন শহরের গণ্যমান্য উদ্যোগপতিরা। তাঁদের কয়েকজনকেই দেখা যাবে বিচারক হিসেবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us