New Update
/anm-bengali/media/media_files/2qmrrtSBSlQCLlNFa5ep.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এখন শুধুই রেজিস্ট্রি সারলেন নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী। ভবিষ্যতে বড় করে অনুষ্ঠানের ইচ্ছে, জানালেন পরমব্রত। সামনে এল দুজনের বিয়ের ছবি। পিয়ার পরনে হালকা রঙের শাড়ি আর পরম পরেছেন গেরুয়া পাঞ্জাবি ও জহর কোট। যোধপুর পার্কের বাড়িতে আইনত বিবাহপর্বের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, মাছের কালিয়া, মাংস, চাটনি এবং মিষ্টি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us