New Update
/anm-bengali/media/media_files/VcVTIcqpPZt97a5FWRKZ.jpg)
নিজস্ব সংবাদদাতা : পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের জুটির কেমিস্ট্রি শেষবার স্ক্রিনে ভেসে উঠেছিল ২০১৯ সালে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। চার বছরের মাথায় ফের পরম-স্বস্তিকাকে একসঙ্গে দেখা যাবে সিনেমায়। বিতর্কের অবসান ঘটিয়ে কামব্যাকের দিন ঘোষণা করলেন পরম। শেষ পর্যন্ত মুক্তি পেতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ‘শিবপুর’। আর সেই সিনেমার হাত ধরেই পরম-স্বস্তিকার জুটিকে আবারও বড় পর্দায় পেতে চলেছে ভক্তরা। ছবিটির প্রেক্ষাপটের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতি। বর্তমানকালে যা খুবই প্রাসঙ্গিক। শিবপুর এলাকার অরাজকতার কাহিনী গাঁথা হয়েছে চিত্রনাট্যে। পরমকে দেখা যাবে একজন আইপিএস অফিসারের ভূমিকা। অন্যদিকে স্বস্তিকাকে দেখা যাবে ফিয়া গ্যাং লিডারের চরিত্রে। কেমন রয়াসন তৈরি হবে তারই অপেক্ষায় সিনেমা মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us