/anm-bengali/media/media_files/u9BqVO8JaJEqAAaNSCIO.webp)
নিজস্ব সংবাদদাতা: অভিনেতা সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতি হামলার ঘটনায় এবার প্রকাশ্যে চলে এল অভিযুক্তের ছবি। সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে নিয়ে এল মুম্বই পুলিশ। বুধবার মাঝরাতে হামলা চালায় দুষ্কৃতিরা। আর সেই হামলার জেরে ছুরির আঘাতে আক্রান্ত হন সইফ।
গতকাল মাঝ রাত আড়াইটা নাগাদ হামলাটি ঘটে। সেই সময় কিছু চিৎকার চেঁচামেঁচি শুনে ঘটনাস্থলে যান সইফ। যা জানা যাচ্ছে, সেখানে অভিনেতা দেখতে পান হামলাকারীরা সইফের বাড়ির পরিচারিকার সাথে চিৎকার চেঁচামেঁচি করছে। সেই সব দেখে অভিনেতা বাধা দিতে গেলে তখন তাঁর ওপর চড়াও হয় হামলাকারীরা। অভিনেতার শরীরে ৬ জায়গায় আঘাত করে দুষ্কৃতীরা। পরিস্থিতি ভয়াবহ হয়ে গেলে এক অভিযুক্ত বাড়ির সিঁড়ি দিয়েই পালায়।
Attack on actor #SaifAliKhan | A suspect in the attack on the actor, captured on CCTV camera. Details awaited. pic.twitter.com/0gUUVgQ9F0
— ANI (@ANI) January 16, 2025
/anm-bengali/media/media_files/2025/01/16/EO47ic2rUYAnqjS9pKIc.jpg)
মুম্বই পুলিশ সেই অভিযুক্তকেই শনাক্ত করেছে। তারই ছবি প্রকাশ্যে এনেছেন তারা। মুম্বই পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তের ছবি বিভিন্ন এলাকায়, সার্কুলেট হয়ে গিয়েছে। পুলিশের ১০টি টিম বিভিন্ন জায়গায় সন্ধান চালাচ্ছে অভিযুক্তদের। খুব তাড়াতাড়ি সন্ধান মিলবে বলেই আশা করছে পুলিশ প্রশাসন।
/anm-bengali/media/media_files/EJD5KpVmAJcTw1jt0Rxm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us