New Update
/anm-bengali/media/media_files/CGraXJ9gHaAAUoHSS8Ns.png)
উত্তরা বাওকর
নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন মৃণাল সেনের নায়িকা। ‘একদিন আচনক’-এ সেরা পার্শ্বচরিত্রের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পাওয়া (National Award) নায়িকা উত্তরা বাওকর (Uttara Baokar) ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। ক্যান্সার কেড়ে নিলো প্রাণ। পুণের যে হাসপাতালে ভর্তি ছিলেন সেখানেই প্রয়াত হলেন (Actress Death) উত্তরা। বুধবার সম্পন্ন হলো শেষকৃত্য। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি বিশেষ সম্মান দেয় তাঁকে। ন্যাশনাল স্কুল অফ ড্রামার কৃতী ছাত্রী হওয়ার পাশাপাশি সেখানেই অধ্যাপক হিসাবে নিযুক্ত হন উত্তরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us