/anm-bengali/media/media_files/2025/01/16/QgPgwxq8yAnkTDAzskXa.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: সইফ আলি খানের (Saif Ali Khan)-এর উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ শরিফুল ইসলাম। গ্রেফতারের পরই শরিফুলের বাবার দাবি, যে সিসিটিভি ফুটেজে রয়েছে, সে আমার ছেলেই নয়। যিনি গ্রেফতার হয়েছেন, তিনি আমার ছেলে। তারপর থেকেই তৎপর হয়ে তদন্তে নেমেছে পুলিশ। সইফের উপর হামলার তদন্ত করতে এবার কলকাতায় মুম্বই পুলিশ।
উল্লেখ্য, ঘটনায় একাধিক তথ্য মিলেছে শরিফুলের থেকে। সেফ আলি খানের বাড়িতে হামলার ঘটনার কথা স্বীকার করেছে সে। বাড়িতে রয়েছে তাঁর অসুস্থ মা। পরিকল্পনা ছিল বড়লোকের বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে সে বাংলাদেশে পালিয়ে যাবে। তা করতেই সইফ আলি খানের বাড়িতে ধুকে পড়ে সে। তারপরই সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
Actor Saif Ali Khan attack case | A two-member team of Mumbai Police has reached West Bengal for an investigation into the Saif Ali Khan case. The arrested accused used the Aadhaar card of a person from West Bengal to buy a SIM card: Mumbai Police
— ANI (@ANI) January 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us