New Update
/anm-bengali/media/media_files/fET6AMRM9A08sN5ciov1.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েক বছর আগে নীল দুনিয়া থেকে সোজা বিগ বসে ল্যান্ড করেছিলেন নীল পর্দার জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। আর এবার একই পথে আরেক প্রাক্তন নীল তারকা মিয়া খালিফা। সলমন খানের সঙ্গে বিগ বসের ঘরে আসতে পারেন মিয়া। ওটিটি বিগ বসের দ্বিতীয় সিজনে আসার জন্য নাকি আমন্ত্রণ পেয়েছেন মিয়া খালিফা। শুধুই মিয়া খালিফা নন, অভিনেতা নওয়াজউদ্দিনের প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকিও থাকতে পারেন এই অনুষ্ঠানে। আপাতত নীল জগত্ থেকে অবসর নিলেও মিয়ার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us