নিজস্ব সংবাদদাতাঃ হলিউডের জাঁকজমকপূর্ণ রেড কার্পেট ইভেন্ট হল 'মেট গালা'। ভারতের বলিউড ইন্ডাস্ট্রি থেকেও প্রতিবছর এই রেড কার্পেট ইভেন্টে অভিনেত্রীদের লক্ষ্য করা যায়। মেট গালা মূলত হল এক ফ্যাশন প্যারেড। ২০২৪-এ মেট গালার থিম ছিল 'গার্ডেন অফ টাইম'।
/anm-bengali/media/post_attachments/44b6dc2856b5c39b94b518bc715e9b2e696c7c1e4c97cb53bd040e13d9820268.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
চলতি বছরে মেট গালা ইভেন্টে গিয়ে হাজির হয়েছিলেন বলিউড সিনেমা 'লাপাতা লেডিস' - এর অভিনেত্রী নিতাংশি গোয়েল। আসলে এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিতাংশি গোয়েলের 'লাপাতা লেডিস' সিনেমার 'ফুলকুমারী' লুকটি ভীষণভাবে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। আমির খানের প্রোডাকশন হাউস তাদের 'ইনস্টাগ্রাম' হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ''যথাযথ সময়ে বাগানে আমাদের ফুল ফুটেছে"। দেখে বোঝাই যাচ্ছে এডিট করে বসানো হয়েছে নিতাংশিকে মেট গালার প্রেক্ষাপটে।
এক্ষেত্রে বলাই বাহুল্য যে, নেটিজেনরা নিতাংশি গোয়ালের এই ফুলকুমারী লুকটিকে বেশ পছন্দ করেছে। আর এবছর এই 'লাপাতা লেডিস' ছবিটি সিনেমা জগতে নিয়ে এসেছে বিশেষ উত্থান। গল্পের প্রেক্ষাপট সর্বপরী ফুলকুমারীর তাঁর স্বামীর প্রতি বিশ্বাস জিতে যাওয়া যেন অন্য মাত্রার ভালোবাসার জন্ম দিয়েছে।
/anm-bengali/media/post_attachments/5bd6a7c95583a5e6c19f69d05c4b16b3ec0d99877de0548e94f53fcec2e9d889.jpeg)