New Update
/anm-bengali/media/media_files/9e7hA9TxF8PP72Dbr4Hm.webp)
নিজস্ব সংবাদদাতাঃ কপিল শর্মা শো শুরুর পর থেকেই দর্শকদের মন জয় করেছে এই অনুষ্ঠান।সূত্রের খবর , 'কপিল শর্মা শো'-এর চতুর্থ সিজন নাকি বন্ধ হয়ে যাবে আগামী জুন মাসেই। এই প্রসঙ্গে যদিও অনুষ্ঠানের প্রযোজকদের তরফে কোনও মন্তব্য করা হয়নিl তবে এই বিষয়ে মুখ খুললেন শোয়ের সঞ্চালক কপিল শর্মা। তিনি বলেন, 'এখনও ফাইনাল হয়নি। জুলাইয়ে আমাদের লাইভ ট্যুরের জন্য আমেরিকা যেতে হবে এবং সেই সময় কী করা যায় দেখতে হবে। যদিও সেই সময় আসতে দেরি আছে এখনও।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us