/anm-bengali/media/media_files/2025/07/14/images-2-2025-07-14-11-06-14.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রখ্যাত কন্নড় অভিনেত্রী বি. সরোজাদেবীর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রবিবার রাতে বেঙ্গালুরুতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। কর্ণাটকের মুখ্যমন্ত্রী তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে এক বিবৃতিতে বলেন, “এই সংবাদ হৃদয়বিদারক। তাঁর প্রয়াণ ভারতীয় সিনেমার এক অপূরণীয় ক্ষতি।”
বি. সরোজাদেবী তামিল, তেলেগু, হিন্দি এবং কন্নড় মিলিয়ে প্রায় ২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। “অভিনয় সরস্বতী” নামে খ্যাত এই গুণী অভিনেত্রী ‘কিত্তুর চেন্নাম্মা’, ‘বব্রুভাহন’ ও ‘অন্নাথাঙ্গি’-র মতো কালজয়ী ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য আজও স্মরণীয়।
/anm-bengali/media/post_attachments/c31536e0-cbc.png)
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সরোজাদেবীর বিদায় আমাদের জন্য এক বিশাল শূন্যতা তৈরি করল। তাঁর আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবার ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী ও পদ্মভূষণ সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন। তাঁর প্রয়াণে কর্ণাটক সরকার রাজ্য মর্যাদায় শেষকৃত্যের আয়োজন করবে বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us