New Update
/anm-bengali/media/media_files/kYnGTiXMUwJUKGCNwBsE.jpg)
নিজস্ব সংবাদদাতা : পারফেক্ট সামার সেলিব্রেশন! পরণে হলুদ বিকিনি। সুইমিং পুলে এক পাঁয়ে দাঁড়িয়ে বলি-তারকা সান্যা মালহোত্রা। অভিনেত্রীর লাস্যময়ী লুক নজর কেড়েছে ভক্তদের। যা গরম তাতে সুইমিং পুলের নীল জল ও অভিনেত্রীর বিকিনির রঙে তৃপ্তি পাচ্ছে চোখ। একদিকে যখন মাথার ওপরে কড়া রোদ, অন্যদিকে তখন সুইমিং পুলে অভিনেত্রীর জলকেলিতে ফিরছে স্বস্তি। ভক্তরা মনে করছেন, প্রচণ্ড গরমে আরামে নিজেকে তাপমুক্ত রাখতেই সুইমিং পুলে নেমেছেন অভিনেত্রী। তিনি সবেমাত্র ভিকি কৌশল এবং ফাতিমা সানা শেখ অভিনীত স্যাম বাহাদুর সিনেমার শুটিং শেষ করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us