New Update
/anm-bengali/media/media_files/HTLV41Gu2Un3C5379v4N.webp)
নিজস্ব সংবাদদাতাঃ হ্যারি পটার খ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ বাবা হয়েছেন। তাঁর এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা এরিন ডার্কের জীবনে একরত্তি এসেছে সদ্যই। সম্প্রতি অভিনেতার এক দশকের বেশি সময়ের সঙ্গী এরিন সন্তানের জন্ম দিয়েছেন। তাঁদের কিছুদিন আগেই নিউ ইয়র্কের রাস্তায় দেখা গিয়েছে। সন্তানের প্র্যাম হাতে পথ চলছেন অভিনেতা। আপাতত নতুন সদস্যের আগমনে তাঁদের জীবনে খুশির বাতাস এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us