New Update
/anm-bengali/media/media_files/HFed3V1z7Lyf746vfsAz.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ‘গদর এক প্রেম কথা’ বক্স অফিসে চূড়ান্ত সাফল্য লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল ওই ছবি। আর এবার ফের ইতিহাস গড়ল ‘গদর ২’। অবশেষে প্রত্যাশা পূরণ হল সানি দেওয়লের।
যা জানা যাচ্ছে, ৫০০ কোটির গন্ডি ছাড়াল এই ছবি। ১১ অগস্ট মুক্তি পেয়েছিল ‘গদর ২’। ছবি মুক্তির প্রথম চারদিনের মাথাতেই এই ছবি আয় করে ১৭৩.৫৮ কোটি টাকা। আর এবার সেই অঙ্কই ছাড়াল ৫০০ কোটির ঘর। পরিসংখ্যান বলছে, ছবিটির এখনও অবধি মোট আয় হয়েছে ৫০১ কোটির উপরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us