New Update
/anm-bengali/media/media_files/hJ3JskAzGlhF8hnHGQxU.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদাদাতাঃ মুম্বাই শহরের গণেশ চতুর্থী ভারতের সবচেয়ে বড় পুজোর মধ্যে অন্যতম। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই এই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তেমনিই এক বলিউডের নামী সঙ্গীতশিল্পী গণেশ চতুর্থীর পুজোতে উপস্থিত হয়েছেন। তিনি আর কেউ নন শিল্পী পালক মুছল। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে তিনি এই পাঁচটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। শুধু তাই-ই নয়। তাকে গণেশ মূর্তির সামনে আরতি গাইতেও দেখা যায়। দেখুন সেই ভিডিও।
Mumbai: Singer Palak Muchhal offers prayers on the occasion of #GaneshChaturthi2023pic.twitter.com/SpmnzPVBLY
— ANI (@ANI) September 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us