Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/saNpoX9WKP8vMgGuSwhh.jpg)
নিজস্ব সংবাদদাতা : কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে বদল ঘটেছে তাপপ্রবাহের পরিস্থিতির। দিনের বেলায় কড়া রোদে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও রাজ্যে জারি নেই তাপপ্রবাহের সতর্কবার্তা। তবে ভ্যাপসা গরমে বজায় রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। আর এই পরিস্থিতিতে ৫০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাবু ছোট পর্দার জনপ্রিয় মুখ নবনীতা দাস। আসছে তার নতুন ধারাবাহিক। তার আগে রোদেলা দিনগুলিতেও জোর কদমে চলছে শ্যুটিং। প্রয়োজনে রোদের মধ্যেও হচ্ছে শুটিং। আর তাতেই কাবু অভনেত্রী। ছবি তুলে পোস্ট করলেন ফেসবুকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us