Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা : সিনে দুনিয়ায় শোকের ছায়া। প্রয়াত জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক গৌতম হালদার। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। সিনেমার পাশাপাশি থিয়েটারেও ছিল তার জনপ্রিয়তা। বিদ্যা বালনের প্রথম ছবি ‘ ভালো থেকো’ এর পরিচালক । এছাড়াও রাখি গুলজারকে নিয়ে তৈরি করেছিলেন ‘ নির্বাণ’।তাঁর রক্তকরবী নাটক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। খবরটি জানাজানি হতেই শোকে স্তব্ধ শিল্পী মহল।
/anm-bengali/media/post_attachments/nXCPqAW8UhxXIb4hl8ew.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us