New Update
/anm-bengali/media/media_files/n7i7cP4rRz0pyYMqmqWV.jpg)
নিজস্ব সংবাদদাতা: জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর এবং সাইফ আলি খান অভিনীত দেবরা: পার্ট 1। আগামী ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার আগে মঙ্গলবার বিকেল ট্রেলার লঞ্চ হল। এদিন মুম্বই শহরের তাজ ল্যাণ্ডস্ হোটেলে এন টি আর (জুনিয়র), সঈফ আলি খান ও জাহ্নবী কাপূর ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে মার্কিন মুলুকে সিনেমার টিকিট অগ্রিম বুকিং চালু হয়েছে।প্রথম পর্বে জুনিয়র এনটিআর নামক, জাহ্নবী থাঙ্গাম এবং সাইফ ভাইরা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে অভিনয় করেছেন প্রকাশ রাজ, শ্রীকান্ত, শাইন টম চাকো এবং নারাইন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us