ধূমকেতুর জন্য প্রার্থনা, বড়মার মন্দিরে দেব-শুভশ্রী

দেখুন ভিডিও।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-14 at 5.53.00 PM (1)

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: খাদানের পর এবার ধুমকেতু। দীর্ঘ ১২ বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতের দুই সেরা অভিনেতা-অভিনেত্রী এবং দুই প্রাক্তন একসাথে সিনেমার পর্দায়। সাংসদ-অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন ধুমকেতুতে। আর সেই ছবির সাফল্য কামনা করে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যান ধুমকেতু চলচ্চিত্রের কলাকুশলীদের সঙ্গে নিয়ে। 

একদা বাংলা চলচ্চিত্রের সেরা জুটিকে দেখার জন্য অনেক আগে থেকেই নৈহাটি বড়মার মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল কড়া পুলিশি প্রহরা।

If the script feels right, why not?, says Subhashree on working with Dev  again | Bengali Movie News - Times of India