New Update
/anm-bengali/media/media_files/CQBcyb3gIZsCZhVhrwl1.jpeg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার সামনে এল দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা গেল দেবের ডান হাত জড়িয়ে রয়েছে একটি বিষাক্ত সাপ, তার মাথাটি চেপে ধরেছেন দেব। অন্য হাতে জ্বলন্ত টর্চ। পূর্ণিমার রাতে একটি দূর্গর সামনেই দাঁড়িয়ে রয়েছেন ‘ব্যোমকেশ’ দেব। তাঁর চোখে দৃঢ় চাউনি। রহস্য উদঘাটনের জন্য পুরোদমে প্রস্তুত তা বেশ স্পষ্ট।
এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে বিরসা দাশগুপ্ত। চলতি বছর জানুয়ারি মাসে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে ছবি তৈরির ঘোষণা করেছিলেন দেব, তখন থেকেই ব্যোমকেশ লুকে দেবকে দেখার জন্য মুখিয়ে ছিল ভক্তরা, অবশেষে আজ সেই আশা পূরণ হল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us