নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনে অভিনেতা সুনীল শেঠির সাথে দেখা করেন।
এই উপলক্ষে, মুখ্যমন্ত্রী তার সাথে রাজ্যের চলচ্চিত্র নীতি নিয়েও আলোচনা করেন। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানা যাচ্ছে।
Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami met actor Suniel Shetty in Dehradun. On this occasion, the Chief Minister also discussed with him the film policy of the state. pic.twitter.com/5RkYr5HZpE